ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কমেছে

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ৫ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১২:৫৬, ৫ ডিসেম্বর ২০২৪
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কমেছে

ভারত সরকার টুরিস্ট ভিসা বন্ধ করে দেওয়ায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কমেছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘‘ভারতের টুরিস্ট ভিসা বন্ধ থাকায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার কমেছে। গতকাল এই চেকপোস্ট দিয়ে ভারতে গেছেন ৮৬ জন এবং দেশে ফিরেছেন ৯০ জন। এর বেশিরভাগ মেডিকেল ভিসার যাত্রী।’’

আরিফুল ইসলাম বলেন, ‘‘বৃহস্পতিবার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত মাত্র ৪০ জন যাত্রী পারাপার করেছেন। কিন্তু, কয়েক মাস আগেও এই চেকপোস্ট দিয়ে প্রতিদিন ৪০০ যাত্রী পারাপার করতেন।’’

ঢাকা/মোসলেম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়