ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্রাহ্মণবাড়িয়ায় মাহফিলের নাম গান-বাজনা, বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৯, ৭ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১২:০১, ৭ ডিসেম্বর ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় মাহফিলের নাম গান-বাজনা, বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাহফিলের নামে গান-বাজনার আয়োজন বন্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন।

শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বৈশামুড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আয়োজন বন্ধ করেন তিনি।

সরাইল থানা পুলিশ জানায়, স্থানীয় ফিরোজ মিয়া নামের এক ব্যক্তি মাহফিলের কথা বলে গান-বাজনার আয়োজন করেন। কবরস্থানের পাশে এ আয়োজন করায় এলাকাবাসী আপত্তি তুলেন। কিন্তু, ফিরোজ মিয়া স্থানীয়দের আপত্তি আমলে না নিয়ে গান-বাজনা চালিয়ে যান। পরে স্থানীয়রা বিষয়টি ইউএনও ও ওসিকে অবহিত করেন।

সেই সময় মুঠোফোনে ফিরোজ মিয়াকে গান-বাজনা বন্ধ করতে নির্দেশনা দেওয়া হলেও তিনি করেননি। একপর্যায়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু, সেখানে লোক সমাগম বেশি হওয়ায় পুলিশ চলে আসে। পরে ইউএনও মো. মোশারফ হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ফিরোজ মিয়া পালিয়ে যান। অভিযানের সময় গান-বাজনার কাজে ব্যবহৃত কিছু জিনিস পুলিশ জব্দ করে নিয়ে আসে।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা/রুবেল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়