ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নড়াইলে আসামিকে ছিনিয়ে নেওয়ার ১৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ৮ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৭:১৩, ৮ ডিসেম্বর ২০২৪
নড়াইলে আসামিকে ছিনিয়ে নেওয়ার ১৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

পুলিশের থেকে ছিনিয়ে নেওয়া ছাব্বির আহম্মেদ শেখসহ গ্রেপ্তার তিন আসামি

নড়াইলের কালিয়া থানা পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নেওয়ার ১৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে আসামি ছাব্বির আহম্মেদ শেখসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর এলাকা থেকে আসামি ছাব্বির আহম্মেদ শেখ, একই গ্রামের আলিম শেখের ছেলে নিশান শেখ, মৃত হাজী ওসমান মোল্লার ছেলে জাহিদ মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

কালিয়া থানা সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের নাসিম শেখ কে হত্যার দায়ে আটজনকে অভিযুক্ত করে তার মা তানিয়া সুলতানা জোনাকী আদালতে পিটিশন দাখিল করেন। চলতি মাসের ২ ডিসেম্বর আদালতের নির্দেশে কালিয়া থানায় ছাব্বির আহম্মেদ শেখ কে আসামি করে হত্যা মামলা দায়ের হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি সাব্বির কে শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে কালিয়া থানা পুলিশের একটি দল চাঁদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাচ্ছিল। এ সময় পুলিশের গতিরোধ করে আসামির স্বজনরা তাকে ছিনিয়ে নিয়ে যায়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা/শরিফুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়