ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাবনার সাংবাদিক বাসিদের বাবার ইন্তেকাল

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৮, ১৭ ডিসেম্বর ২০২৪  
পাবনার সাংবাদিক বাসিদের বাবার ইন্তেকাল

মনতাজ উদ্দিন মন্টু

ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের পাবনার স্টাফ রিপোর্টার ও আটঘরিয়া প্রেস ক্লাবের সভাপতি খাইরুল ইসলাম বাসিদের বাবা মনতাজ উদ্দিন মন্টু আর নেই। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে পাবনা জেনারেল হাসপাতালে তিনি মারা গেছেন। (ইন্নালিল্লাহি … রাজিউন)।

আটঘরিয়া পৌরসভার দেবোত্তর মহল্লার বাসিন্দা ব্যবসায়ী মনতাজ উদ্দিন দীর্ঘ দিন শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী ও চার ছেলে রেখে গেছেন।

আরো পড়ুন:

সাংবাদিক খাইরুল ইসলাম বাসিদ জানান, বিকেলে বাড়িতে থাকা অবস্থায় তার বাবার শ্বাসকষ্ট বেড়ে যায়। তাকে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আগামীকাল বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় দেবোত্তরে প্রথম জানাজা এবং সকাল ১০টায় সড়াবাড়িয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে সড়াবাড়িয়া কবরস্থানে দাফন করা হবে।

সাংবাদিক বাসিদের বাবার মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, প্রবীণ সাংবাদিক রবিউল ইসলাম রবি, পাবনা প্রেস ক্লাবের সাবেক সম্পাদক আব্দুল মতীন খান, প্রবীণ সাংবাদিক এইচকেএম আবু বক্কার সিদ্দিকী প্রমুখ।
 

ঢাকা/শাহীন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়