ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জে একশ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৭

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ২০ ডিসেম্বর ২০২৪  
হবিগঞ্জে একশ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৭

হবিগঞ্জের মাধবপুরে ১শ’ কেজি গাঁজাসহ ৭ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে মাধবপুর উপজেলার চোঙ্গারবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রাতে র‌্যাব সিলেট ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, বাগেরহাট জেলার খুন্তাকাটা উপজেলার লোকমান মিয়া (৩৪), শরণখোলা উপজেলার কাইয়ুম শেখ (২২) ও মোড়লগঞ্জ উপজেলার ফিরোজ মিয়া (১৯), হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোর্শেদ মিয়া (২৮), কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার সুশীল দাস (৪০), পটুয়াখালীর দুমকি উপজেলার উজ্জল হোসেন (২৬) ও ভোলা জেলার বোরহান উদ্দিন থানার ইমরান হোসেন (১৯)।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, র‌্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চেঙ্গারবাড়ি এলাকায় অবস্থান নেয়। সেখানে পলিথিনের ১০টি বস্তায় মোড়ানো ১০০ কেজি গাঁজাসহ এ সাতজনকে গ্রেপ্তার করেন। পরে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের মাধবপুর থানায় সোপর্দ করা হয়।

ঢাকা/মামুন/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়