ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চকরিয়ার সাবেক চেয়ারম্যান সাঈদী গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ২১ ডিসেম্বর ২০২৪  
চকরিয়ার সাবেক চেয়ারম্যান সাঈদী গ্রেপ্তার

ফজলুল করিম সাঈদী

কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফেনীর সদর থানাধীন লালপুল এলাকা থেকে র‌্যাব-১৫ ও র‌্যাব-৭ তাকে গ্রেপ্তার করে।

আরো পড়ুন:

গ্রেপ্তারকৃত ফজলুল করিম সাঈদী (৫২) কক্সবাজারের চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের স্টেশন পাড়ার মৃত ইছহাক কন্ট্রাক্টরের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, চকরিয়া থানায় গত ৯ নভেম্বর সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদের গাড়ি বহরে হামলা এবং ১৩ নভেম্বর নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুটি মামলা হয়। এসব মামলার অন্যতম আসামি ফজলুল করিম সাঈদী। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা নজরদারির মাধ্যমে জানা যায়, তিনি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এরপর র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় র‌্যাব-১৫ ও র‌্যাব-৭ এর যৌথ আভিযানিক দল ফেনীর লালপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

 র‌্যাব-১৫ এর সিনিয়র সহাকরী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন,  ফজলুল করিম সাঈদীকে চকরিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযানে র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়