ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লক্ষ্মীপুরে জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন

লক্ষ্মীপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ২১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৯:৪৩, ২১ ডিসেম্বর ২০২৪
লক্ষ্মীপুরে জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। 

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে শুরার বৈঠক শেষে নবনির্বাচিত আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেন।

কমিটিতে অ্যাডভোকেট নজির আহমেদ ও এ আর হাফিজ উল্যাহকে নায়েবে আমির এবং মাওলানা ফারুক হোসাইন মু. নুর নবীকে সেক্রেটারি করা হয়েছে।

ঘোষিত কমিটির অন্যান্যদের মধ্যে সহকারী সেক্রেটারি হয়েছেন- মাওলানা নাসির উদ্দিন মাহমুদ ও অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ। এছাড়া, কমিটিতে আরো ১৭ জন জায়গা পেয়েছেন।

এর আগে, গত ৫ অক্টোবর রুকনদের প্রত্যক্ষ ভোটে লক্ষ্মীপুরে আমির নির্বাচিত হন এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া। গত ২৪ অক্টোবর ঢাকা থেকে তার নাম ঘোষণা দেওয়া হয়। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সারা দেশের মহানগর ও জেলা আমিরদের নাম ঘোষণা দেন সেদিন।

ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়