ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রাম কোতোয়ালি থানার সাবেক ওসিকে মারধর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৭, ৬ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৭:১৫, ৬ জানুয়ারি ২০২৫
চট্টগ্রাম কোতোয়ালি থানার সাবেক ওসিকে মারধর

পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে সোমবার দুপুরে উত্তেজিত জনতা চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার সাবেক ওসি মোহাম্মদ নেজাম উদ্দীনকে মারধর করে

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার সাবেক ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন ‌মারধরের শিকার হয়েছেন। 

সোমবার (৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে তাকে উত্তেজিত জনতা মারধর করে। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

ভুক্তভোগী নেজাম উদ্দিন চট্টগ্রাম নগরের কোতোয়ালি, বাকলিয়া, সদরঘাট ও সবশেষ পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। কোতোয়ালি থানার ওসি হিসেবে দায়িত্ব পালনকালে বিএনপির অসংখ্য সভা সমাবেশ ভন্ডুল করার পাশাপাশি নেতাকর্মীদের হয়রানি, নির্যাতন ও গ্রেপ্তারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।  

জানা গেছে, আজ দুপুরে নেজাম উদ্দিনকে দেখতে পেয়ে উত্তেজিত জনতা তার ওপর হামলে পড়ে। এদের অধিকাংশই বিএনপির নেতাকর্মী। তারা ওসি নেজাম উদ্দিনকে মারধর করেন এবং কলার ধরে টেনেহিঁচড়ে পরনের শার্ট ছিঁড়ে ফেলেন। ওসি থাকাকালীন নির্যাতনের নানা অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন তারা। খবর পেয়ে পাঁচলাইশ থানা পুলিশ এসে ওসি নেজাম উদ্দিন নিজেদের হেফাজতে নেয়। 

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন বলেন, “আমরা উনাকে (নেজাম উদ্দীন) হেফাজতে নিয়েছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।” 

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়