ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেটে সিইসি 

এবার নির্বাচনে প্রবাসীরা অংশ নিতে পারবেন

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ১১ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৩:৩২, ১১ জানুয়ারি ২০২৫
এবার নির্বাচনে প্রবাসীরা অংশ নিতে পারবেন

সিলেটে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং (ইভিএম) পদ্ধতি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছে ইলেকশন কমিশন। যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে দিয়ে হবে। এবার নির্বাচনে প্রবাসীরা অংশ নিতে পারবেন।” 
 
শনিবার (১১ জানুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সিলেটের আয়োজনে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

সিইসি বলেন, “আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কি না এবং আগামী নির্বাচনে দলটি অংশ নিতে পারবে কি না, তা সময় বলে দিবে। সময় আসলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে।”

নাসির উদ্দীন আরো বলেন, “স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোন মন্তব্য করতে চাই না। অনেকে একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে একদিনে সব নির্বাচন করা কোনভাবেই সম্ভব না।”

ঢাকা/নুর/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়