গোপালগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
![গোপালগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার গোপালগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার](https://cdn.risingbd.com/media/imgAll/2025January/accident-2501110925.jpg)
গোপালগঞ্জের কাশিয়ানীতে ইট বোঝাই ট্রলির ধাক্কায় রহিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শনিবার (১১ জানুয়ানি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবুল হাশেম মজুমদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বৃদ্ধা রহিমা বেগম কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া গ্রামের মৃত রফিক মোল্লার স্ত্রী।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবুল হাশেম মজুমদার জানান, বাড়ির সামনের ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন বৃদ্ধা রহিমা বেগম। এ সময় দ্রুতগতির একটি ইট বোঝাই ট্রলি ধাক্কা দিলে মহাসড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. অর্পিতা মল্লিক বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বৃদ্ধা রহিমা বেগমকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।
ঢাকা/বাদল/ইমন