ঢাকা     মঙ্গলবার   ১১ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ২৮ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ১৮ জানুয়ারি ২০২৫   আপডেট: ২০:১০, ১৮ জানুয়ারি ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে আম গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে ভারত ও বাংলাদেশের নাগরিকরা সীমান্তের কাছে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান ও ইটপাটকেল  নিক্ষেপ করেন। 

চাঁপাইনবাবগঞ্জ-৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।”

আরো পড়ুন:

স্থানীয়রা অভিযোগ করেন, শনিবার সকালে ভারতের কয়েকজন নাগরিক সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশ অংশে এসে গাছ কাটছিলেন। এ সময় বাংলাদেশিরা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে দুই দেশের নাগরিকরা সংঘবদ্ধ হয়ে শূন্যরেখার কাছাকাছি অবস্থান নেন।

এ ঘটনায় সীমান্তের উভয়পাশে অতিরিক্ত বিজিবি-বিএসএফ মোতায়েন করা হয়েছে।

বিএসএফের দুঃখ প্রকাশ
চাঁপাইনবাবগঞ্জ-৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “সীমান্তে উত্তেজনা সৃষ্টির পর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ডাকা হয়। বিকেল ৪টা ১০ মিনিটে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ দুঃখ প্রকাশ করেছে।”

ঢাকা/শিয়াম/সাইফ


সর্বশেষ

পাঠকপ্রিয়