ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ১৮ জানুয়ারি ২০২৫   আপডেট: ২০:১০, ১৮ জানুয়ারি ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে আম গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে ভারত ও বাংলাদেশের নাগরিকরা সীমান্তের কাছে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান ও ইটপাটকেল  নিক্ষেপ করেন। 

আরো পড়ুন:

চাঁপাইনবাবগঞ্জ-৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।”

স্থানীয়রা অভিযোগ করেন, শনিবার সকালে ভারতের কয়েকজন নাগরিক সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশ অংশে এসে গাছ কাটছিলেন। এ সময় বাংলাদেশিরা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে দুই দেশের নাগরিকরা সংঘবদ্ধ হয়ে শূন্যরেখার কাছাকাছি অবস্থান নেন।

এ ঘটনায় সীমান্তের উভয়পাশে অতিরিক্ত বিজিবি-বিএসএফ মোতায়েন করা হয়েছে।

বিএসএফের দুঃখ প্রকাশ
চাঁপাইনবাবগঞ্জ-৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “সীমান্তে উত্তেজনা সৃষ্টির পর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ডাকা হয়। বিকেল ৪টা ১০ মিনিটে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ দুঃখ প্রকাশ করেছে।”

ঢাকা/শিয়াম/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়