ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাবান্ধা দিয়ে নেপালে গেলো ৪২ মেট্রিকটন আলু 

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫১, ১৯ জানুয়ারি ২০২৫  
বাংলাবান্ধা দিয়ে নেপালে গেলো ৪২ মেট্রিকটন আলু 

বাংলাবান্ধা বন্দর দিয়ে ৪২ মেট্রিকটন আলু রপ্তানি হয়েছে নেপালে

চার দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা দিয়ে ৪২ মেট্রিকটন আলু রপ্তানি হয়েছে প্রতিবেশি দেশ নেপালে। 

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে বন্দরটি দিয়ে থিংকস টু সাপ্লাই নামের একটি রপ্তানীকারক প্রতিষ্ঠান এই আলু রপ্তানী করে। 

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ নেপালে ৪২ মেট্রিকটন আলু রপ্তানীর তথ্যটি নিশ্চিত করেছেন।

তাসীন ট্রেড লিংক নামের সিএন্ডএফের মো. মমিন জানান, আমরা থিংকস টু সাপ্লাই নামের রপ্তানীকারক গ্রুপের মাধ্যমে আলুগুলো নেপালে পাঠিয়েছি। এ আলুগুলো নেপালের কাকরভিটায় যাবে। আলুগুলো রংপুর বিভাগের ঠাকুরগাঁও, দিনাজপুরসহ বেশ কিছু এলাকার বলে তিনি জানান।

ভৌগলিক অবস্থানগত দিক থেকে দেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দর বাংলাবান্ধা। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের সাথে ট্রানজিট সুবিধা থাকায় ব্যবসা ও পর্যটনে ব্যাপক সম্ভাবনা তৈরি করেছে স্থলবন্দরটি। স্থলবন্দরটিতে ৯৫ শতাংশই পাথর আমদানি নির্ভর হলেও বাংলাদেশ থেকে বেশ কয়েকটি পণ্য রপ্তানী হচ্ছে ভারত ও নেপালে।

বন্দরটি দিয়ে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে পাট, ওষুধ, প্রাণ ও ওয়ালটনের পণ্য, জুস, মোটরসাইকেল, ব্যাটারিসহ নানা ধরনের পণ্য রপ্তানি হচ্ছে। অপরদিকে মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, বিভিন্ন যন্ত্রপাতি, প্লাস্টিক দানা, রেললাইনের স্লিপার, খইল, আদা ও চিটাগুড় আমদানি করা হয়।

বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন বলেন, “আজ বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৪২ মেট্রিকটন আলু নেপালে গেছে। এগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে।”

ঢাকা/নাঈম/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়