ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিখোঁজ অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

যশোর (অভয়নগর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ২০ জানুয়ারি ২০২৫   আপডেট: ০৮:৪১, ২০ জানুয়ারি ২০২৫
নিখোঁজ অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

ফাইল ফটো

যশোরের চৌগাছায় নিখোঁজের দুই দিন পর সোহানুর রহমান রকি ওরফে সোহাগ হোসেন রকি (২২) নামের এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৯ জানুয়ারি) রাত ১টার দিকে পৌর এলাকার বেড়বাড়ি বুড়িভৈরব নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সোহাগ হোসেন রকি উপজেলার পুড়াহুদা গ্রামের কৃষক লিয়াকত হোসেনের ছেলে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে যৌথ বাহিনী তিন জনকে আটক করে। পরে মামলা হলে আটককৃতদের সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ঘটনার বলেন, ‘‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিন জনই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা অটোরিকশা ছিনতাই করতেই সোহাগকে শ্বাসরোধে হত্যা করেন।’’

ঢাকা/প্রিয়ব্রত/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়