ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০০, ২০ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৮:০২, ২০ জানুয়ারি ২০২৫
খুলনায় ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ফটো

খুলনা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মানিক হাওলাদারকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বত্তরা। 

সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মহানগরীর সদর থানাধীন পুরাতন রেল স্টেশন রোড রেলওয়ে মসজিদের পেছনে তাকে ছুরিকাঘাত করা হয়।

আরো পড়ুন:

যুবদল নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের- কেএমপির এডিসি (মিডিয়া) মোহা. আহসান হাবীব।

নিহত মানিক পুরাতন রেল স্টেশন রোড রেলওয়ে মসজিদ এলাকার মনছুর হাওলাদারের ছেলে। 

কেএমপির এডিসি (মিডিয়া) মোহা. আহসান হাবীব বলেন, “আহত অবস্থায় তাকে (মানিক) খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পথে তিনি মারা যান।” 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, “পূর্ব শত্রুতার জেরে সাজ্জাদ, মেহেদী ও লালু মিলে পুরাতন রেল স্টেশন রোড রেলওয়ে মসজিদের পেছনে মানিক হাওলাদারকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে মানিককে গুরুতর অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি-২ বিভাগের (১১-১২) ওয়ার্ডে ভর্তি করেন।”

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়