ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পিকনিকে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১ 

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ২৪ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৩:৫৫, ২৪ জানুয়ারি ২০২৫
পিকনিকে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১ 

কুয়াকাটায় পিকনিকে যাওয়ার পথে ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় আসাদুজ্জামান আসাদ (৬৫) নামে একজন নিহত হয়েছেন। 

শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর পৌনে ৫ টার দিকে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের প্রতাপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত আসাদুজ্জামান আসাদ যশোর জেলার বেনাপোল এলাকার মৃত রুহুল আমিন সরদারের ছেলে।

আসাদের স্ত্রী রুবিনা বেগম বলেন, “আমরা যশোর বেনাপোল থেকে পিকনিকের জন্য কুয়াকাটা যাচ্ছিলাম। পথে যাত্রাবিরতি দিলে ওয়াশরুমে যাওয়ার জন্য সবাই গাড়ি থেকে নামে। পরে সবাই গাড়িতে উঠলেও আমার স্বামী উঠেনি। খোঁজাখুজি করার পর তার লাশ রাস্তার উপর দেখতে পাই।”

স্থানীয়রা জানান, ওয়াশরুম থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত কোনো যানবাহন তাকে চাপা দিয়ে চলে যায়। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ লাশ উদ্ধার করে। 

নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ঢাকা/অলোক/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়