ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যশোরের সাগরদাঁড়িতে মধুমেলা শুরু আজ

যশোর (অভয়নগর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ২৪ জানুয়ারি ২০২৫  
যশোরের সাগরদাঁড়িতে মধুমেলা শুরু আজ

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে আজ  থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী মধুমেলা। 

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে প্রধান অতিথি হিসেবে মধুমেলার উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। এ উপলক্ষে যশোর সাগরদাঁড়িকে সাজানো হয়েছে বর্ণিল সাজে।

আয়োজক সূত্রে জানা যায়, শনিবার (২৫ জানুয়ারি) মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী। প্রতি বার সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় যশোর জেলা প্রশাসনের আয়োজনে এ মেলার আয়োজন করা হয়। 

কপোতাক্ষ নদের পাড়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখ লাখ মধুভক্তের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠবে মেলা প্রাঙ্গণ। কবির জন্মভূমির স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদের পাড়, জমিদার বাড়ির আম্রকানন, বিদায় ঘাট, মধুপল্লিসহ মেলা প্রাঙ্গণে ইতোমধ্যেই আসতে শুরু করেছেন দর্শনার্থীরা। মধুমেলা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

মধুসূদন একাডেমীর পরিচালক কবি ও মধুসূদন গবেষক খসরু পারভেজ বলেন, “সপ্তাহব্যাপী মধুমেলায় মধুসূদনের জীবন ও সাহিত্য সম্পর্কে দর্শনার্থীরা জানার সুযোগ পাবেন। মেলার উদ্বোধকের কাছে এবারো সাগরদাঁড়িতে মহাকবির নামে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টি জানানো হবে।” 

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, “সাগরদাঁড়িতে মধুমেলা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মধুমঞ্চে সপ্তাহব্যাপী কেশবপুর ও যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীর পাশাপাশি দেশবরেণ্য কবি, সাহিত্যিক ও শিল্পীরা অংশ নেবেন। এবারো জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকেল মধুসূদন পদক দেওয়া হবে।”

তিনি আরো বলেন, “মেলায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি প্রশাসন ব্যাপক তৎপর থাকবে। দর্শনার্থীদের মধুমেলা উপভোগ করতে যাতে কোনো অসুবিধা না হয় তার সকল ব্যবস্থা নেওয়া হয়েছে।”

ঢাকা/প্রিয়ব্রত/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়