ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিচারের নামে যারা নির্যাতন করেছে, তাদের তালিকা প্রকাশ করুন: জামায়াত

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ২৫ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৭:৪৬, ২৫ জানুয়ারি ২০২৫
বিচারের নামে যারা নির্যাতন করেছে, তাদের তালিকা প্রকাশ করুন: জামায়াত

দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে জামায়াতের কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আপনারা তো অনেক সংস্কার হাতে নিয়েছেন। তাহলে বিগত সময়ে যারা মানুষের ওপর জুলুম-নির্যাতন করেছে, চাঁদাবাজি-টেন্ডারবাজিসহ মানুষকে বিচারের নামে খুন করেছে, তাদের কালো তালিকা প্রকাশ করুন। আমরা সব অন্যায়ের বিচার দাবি করেছি। সব হত্যার বিচার করতে হবে।”

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে দিনাজপুর গোর-এ শহীদ ময়দান (বড় মাঠে) জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

আরো পড়ুন:

ডা. শফিকুর রহমান বলেন, “আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে দেশের মানুষের সঙ্গে তামাশা করেছে। রডের বদলে বাঁশ উপহার দিয়েছে। সিমেন্টের সঙ্গে ছাই মিশিয়ে দিয়েছে। তারা দেশের মানুষদের শান্তিতে থাকতে দেয়নি। দেশের ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। তারা জামায়াতের নেতাকর্মীদের ওপর জুলুম করেছে। তাদের অত্যাচর-নির্যাতনের কারণে জামায়াতের নেতাকর্মীরা ঘরে থাকতে পারেনি। গত সাড়ে ১৫ বছর আমরা শান্তিতে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারিনি।” 

তিনি আরো বলেন, “এই দেশকে আমরা সবাই ভালোবাসি। তবে একটি দল ক্ষমতায় এসে মনে করেছিল, তারাই একমাত্র স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ভালোবাসে, আর কেউ ভালোবাসে না। মানুষের শরীরের ঘাম ঝরিয়ে ফসল ফলায়, অন্যরা তা চুরি করে বিদেশে পাচার করে।” 

দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মো. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় সহ-সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, মাহাবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য দেলোয়ার হোসেন, মাওলানা আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, সহ-সেক্রেটারি রাজিউর রহমান পলাশ, সাইদুল ইসলাম সৈকত, জেলা জামায়াতের শূরা সদস্য ও উপজেলা আমির মো. আমিনুল ইসলাম।

ঢাকা/মোসলেম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়