ঢাকা     বৃহস্পতিবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ২৩ ১৪৩১

জামায়াত ক্ষমতায় গেলে নারীরা আরো দুটি জিনিস পাবে: শফিকুর

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩১, ২৫ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৮:৩৩, ২৫ জানুয়ারি ২০২৫
জামায়াত ক্ষমতায় গেলে নারীরা আরো দুটি জিনিস পাবে: শফিকুর

দিনাজপুরে কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় উল্লেখ করে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “জামায়াত ক্ষমতায় গেলে নারীরা এখন যা পাচ্ছেন, তার থেকে আরো দুটি জিনিস বেশি পাবেন।”

শনিবার (২৫ জানুয়ারি) দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে দিনাজপুর জেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, “অনেকে বলে জামায়াত ক্ষমতায় গেলে নারীরা আর বাড়ি থেকে বের হতে পারবে না। কিন্তু আজ দেখেন, এই সমাবেশে এক পাশে পুরুষ, আরেক পাশে হাজার হাজার নারী। আমরা বলি, জামায়াত ক্ষমতায় গেলে নারীরা এখন যা পাচ্ছে এর সাথে আরো দুটি জিনিস নিয়ে চলাফেরা ও কাজ-কর্ম করবে। আর তা হলো সম্মান ও নিরাপত্তা।”

আরো পড়ুন:

তিনি বলেন, “দেশে প্রতিটি খুন, চাঁদাবাজি, লুটপাট ও ঘুষের বিচার হতে হবে। না হলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে না। আমাদের কলিজার টুকরা ছাত্ররা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়ে এই দেশকে মুক্ত করেছেন, আমরা তাদের সাথে আছি। আমরা তরুণদের হাতে দেশ তুলে দিতে চাই।”

দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মো. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহ-সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, মাহাবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য দেলোয়ার হোসেন, মাওলানা আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, সহ-সেক্রেটারি রাজিউর রহমান পলাশ, সাইদুল ইসলাম সৈকত, জেলা জামায়াতের শূরা সদস্য ও উপজেলা আমির মো. আমিনুল ইসলাম।

ঢাকা/মোসলেম/এসবি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়