ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কানায় কানায় পূর্ণ ইজতেমা ময়দান, বয়ান শুনছেন লাখো মুসুল্লি 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩০, ৩১ জানুয়ারি ২০২৫   আপডেট: ০৮:৩৮, ৩১ জানুয়ারি ২০২৫
কানায় কানায় পূর্ণ ইজতেমা ময়দান, বয়ান শুনছেন লাখো মুসুল্লি 

মুসুল্লিদের পদচারণায় মুখরিত তুরাগ তীর

ইজতেমার প্রথম দিন আজ। টঙ্গির তুরাগ তীরে ধর্মপ্রাণ মুসুল্লিদের অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ ইজতেমা ময়দান ও এর আশপাশের এলাকা। বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে দিনের কার্যক্রম।

বাদ ফজর বয়ান করেন- পাকিস্তানের মাওলানা জিয়া উল হক। সকালে বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিমের আমল হয়। ঈমান ও আমলের মাধ্যমে মহান আল্লাহ’র নৈকট্য লাভের জন্য ইজতেমায় অংশ নিয়েছেন বলে জানান দেশ-বিদেশের মুসুল্লিরা।

শুক্রবার (৩১ জানুয়ারি) হওয়ায় তুরাগ তীরে আজ অনুষ্ঠিত হবে বৃহত্তর জুমআ নামাজের জামায়াত। জুমআ নামাজে ইমামতি করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।

বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৮ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। নিজ নিজ খিত্তায় অবস্থান করে দেশ বিদেশের প্রাজ্ঞ আলেমদের বয়ান শুনছেন লাখো মুসুল্লি। ইজতেমা আয়োজনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রশাসনিক প্রস্তুতি।

শুরায়ি নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, “তিন ধাপে অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইজতেমা। বাংলাদেশ তাবলীগ জামাত শুরায়ি নেজামের অধীনে ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব-ইজতেমার প্রথম ধাপ। এরপর ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের শেষ হবে।” 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, “ইজতেমা আয়োজনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে ব্যাপক প্রশাসনিক প্রস্তুতি। ৫ স্তর বিশিষ্ট নিরাপত্তা নিশ্চিত করছে আইনশৃঙ্খলাকারী বাহিনী। ৭ হাজার পুলিশ সদস্যের পাশাপাশি থাকছে ১০ হাজার স্বেচ্ছাসেবী মুসুল্লি।”

৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার আয়োজন করবে দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা। পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের নিকট ময়দান বুঝিয়ে দিবেন সাদ অনুসারীরা।

ঢাকা/রেজাউল/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়