ঢাকা     শনিবার   ২২ মার্চ ২০২৫ ||  চৈত্র ৯ ১৪৩১

নিজ গোপনাঙ্গ ‘কাটলেন’ যুবক, যা জানালেন চিকিৎসক  

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৬, ৯ ফেব্রুয়ারি ২০২৫  
নিজ গোপনাঙ্গ ‘কাটলেন’ যুবক, যা জানালেন চিকিৎসক  

বরগুনায় এক যুবক নিজের গোপনাঙ্গ কেটে ফেলেছেন। তাকে বরগুনা জেনারেল হাসপাতালে প্রথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরে-ই-বাংলা হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক। 

রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে ওই যুবককে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হিমেল পাল বলেন, “রোগীর গোপনাঙ্গ কাটা ছিল। রোগীকে জিজ্ঞেসা করলে কখনো বলেন, নিজে কেটেছেন, আবার কখনো বলেন ঘটনার সময় তিনি ঘুমে ছিলেন। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।”

আরো পড়ুন:

আহত যুবকের নাম সুমন। তিনি বরগুনা সদর উপজেলার বাসিন্দা। সুমন ট্রান্সজেন্ডার স্বভাব ছিল বলে জানা গেছে। 

প্রতিবেশীরা জানান, সুমনের বিশেষ অঙ্গ থেকে রক্ত ঝরছে বলে চিৎকার দেন। তারা ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যান।

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়