মাগুরা-যশোর সড়কে ২ দিন যান চলাচল বন্ধ
মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

মাগুরা-যশোর মহাসড়কে দুই দিন যান চলাচল বন্ধ থাকবে। আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।
মহাসড়কের মাগুরা অংশের শালিখা উপজেলার আড়পাড়া সেতুর সংস্কার কাজের জন্য এমন সিদ্ধান্ত হয়েছে।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্বে) মো. রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে এ সময় বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
নির্বাহী প্রকৌশলী বলেন, আড়পাড়া সেতুর সংস্কার কাজ করা হবে। এ জন্য এই রুটে চলাচলকারী যানবাহনকে বিকল্প রুট ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।
ঢাকা/শাহীন/বকুল