ভোটার হালনাগাদে ছবি তোলাকে কেন্দ্র করে ২ গ্রামে সংঘর্ষ, আহত ১০
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে বগুড়ায় পাঠানো হয়েছে।
ভোটার হালনাগাদের ছবি তুলতে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে সিরাজগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে বগুড়ায় পাঠানো হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, হালনাগাদ নতুন ভোটার তালিকায় ছবি তুলতে গিয়ে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে কালিয়া কান্দাপাড়া ও চর-বনবাড়িয়া গ্রামের যুবকদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতা-হাতির মধ্যে দুই গ্রামবাসীর ভিতরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ অবস্থায় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় অন্তত ১০ জন আহত হন। এদের মধ্যে চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুই জনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরো দুজন সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।”
ঢাকা/অদিত্য/এস