ঢাকা     শনিবার   ১৫ মার্চ ২০২৫ ||  চৈত্র ২ ১৪৩১

আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১১

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ০৮:১৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১১

শুক্রবার আশুলিয়ার গোমাইল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

সাভারের আশুলিয়ার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছেন। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে আশুলিয়ার গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন- মোছা. সূর্য্য বানু (৫৫), মোছা. জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৩), সোহেল (৩৮), সুমন মিয়া (৩০), শিউলি আক্তার (২৫), শারমিন (২৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (০৭), সোয়ায়েদ (০৪) ও মোছা. সুরাহা (০৩)। 

স্থানীয়রা জানান, দুই তলা বাড়ির দ্বিতীয় তলায় সুমন দুই সন্তান নিয়ে ভাড়া থাকেন। রাতে তার মা ও ভাই সোহেলের পরিবার সুমনের বাড়িতে বেড়াতে আসেন। রাতে রান্নার সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এসময় তাদের পরিবারের শিশু ও নারীসহ মোট ১১ জন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।  

আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় দগ্ধ সোহেল রানা উপস্থিত সাংবাদিকদের বলেন, “শবে বরাত উপলক্ষে আমার ভাই সুমনের বাসায় পরিবার নিয়ে বেড়াতে আসি। সেখানে পিঠা বানানোর সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ঘরে আগুন ধরে গেলে পরিবারের সবাই দগ্ধ হয়।” 

আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের কাস্টমার কেয়ার অফিসার মেসবাহ বলেন, “রাত সাড়ে ১০ টার দিকে নারী ও শিশুসহ দগ্ধ ১১ জনকে হাসপাতালে আনা হয়েছিলো। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

ঢাকা/সাব্বির/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়