ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুয়েটের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ১৯ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৬:০৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
কুয়েটের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা

উপাচার্যের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রশাসনিক এবং একাডেমিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা ভবনগুলোতে তালা ঝুলিয়ে দেন।

এদিকে, গতকালের সংঘর্ষের ঘটনার পর থেকে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। হয়নি কোনো ক্লাস-পরীক্ষা। উদ্ভূত পরিস্থিতির কারণে সকাল থেকে হল ছাড়ছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, গত রাতে সংবাদ সম্মেলনে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ পাঁচ দফা দাবি জানানো হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস, পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (নর্থ) মো. নাজমুল হাসান রাজীব বলেন, ‘‘সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে। তবে, এ ঘটনায় এখনো মামলা হয়নি। ক্যাম্পাসের গেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’’

এর আগে, মঙ্গলবার কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন।

ঢাকা/নূরুজ্জামান/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়