ভাইয়ের বিয়ের বাজার করে বাড়ি ফেরা হলো না
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সড়ক দুর্ঘটনায় নিহত মো. তানভীর সোহেব
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে চাচাত ভাই সামায়ন মিয়ার বিয়ের বাজার করে বাড়ি ফেরা হলো না মো. তানভীর সোহেবের।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় সোহেব ঘটনাস্থলে মারা যান।
সোহেব উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের পুরাইকলা মো. বেনু মিয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় ছাবেদ মিয়ার ছেলে সামায়ন মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, “সামায়ন মিয়া বিয়ের বাজার করে তার চাচাত ভাই সোহেবকে নিয়ে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। নূরপুর এলাকায় অজ্ঞাত গাড়ি চাপা দিলে মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে সোহেব মারা যায়। আহত অবস্থায় সামায়ন মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে।”
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, আগামী শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সামায়ন মিয়ার বিয়ে হওয়ার কথা। বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় সোহেব মারা যায়। গুরুতর আহত হয় সামায়ন।
ঢাকা/মামুন/এস