ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরিশালে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

বরিশাল সংবাদদাতা   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৪, ৩ মার্চ ২০২৫   আপডেট: ০৯:১৪, ৩ মার্চ ২০২৫
বরিশালে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

রবিবার রাতে হামলায় আহত নয়ন গাজী বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসাধীন

বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো একজন। 

রবিবার (২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে। কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

নিহত ব্যক্তির নাম মো. সুরুজ গাজী (৩৫)। তিনি ৩ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী। কাউনিয়া হাউজিং এলাকার কাঞ্চন গাজীর ছেলে। 

আহত ব্যক্তির নাম নয়ন গাজী। তিনি কাউনিয়া হাউজিং এলাকার তসলিম গাজীর ছেলে। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, হাউজিং এলাকার বাসিন্দা স্বেচ্ছাসেবক দল নেতা শাহীন ওরফে সোনা শাহীনের সঙ্গে যুবদল কর্মী সুরুজের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। রবিবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে শাহীনের নেতৃত্বে তার ছেলে ইমনসহ অন্যরা দেশীয় অস্ত্র দিয়ে সুরুজকে কুপিয়ে গুরুতর জখম করে। সুরুজকে রক্ষায় এগিয়ে গেলে নয়নকেও তারা কুপিয়ে আহত করে। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা সুরুজকে মৃত ঘোষণা করেন। 

ওসি নাজমুল নিশাত বলেন, ‍“এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।”

ঢাকা/পলাশ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়