ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাকা আত্মসাৎ, সাবেক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ১০ মার্চ ২০২৫   আপডেট: ১৬:২৪, ১০ মার্চ ২০২৫
টাকা আত্মসাৎ, সাবেক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

শরীফ মো. হেমায়েত উদ্দিন

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে গ্রাহকের নামে ঋণ মঞ্জুর করে  টাকা আত্মাসাতের অভিযোগে ঝালকাঠির একটি ব্যাংকের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।  

রবিবার (৯ মার্চ) সকালে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে মামলাটি করেন ভুক্তভোগী গ্রাহক মো. হোসেন মল্লিক ওরফে হোচেন মল্লিক। আদালত মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

আরো পড়ুন:

 

বাদীর আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা শান্ত মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামি হলেন- শরীফ মো. হেমায়েত উদ্দিন (৬৩)। তিনি অগ্রণী ব্যাংকের ঝালকাঠির নলছিটি শাখার সাবেক (ঋণ সংক্রান্ত) কর্মকর্তা।

 

মামলার বাদী হোচেন মল্লিক নলছিটি উপজেলার রাজনগর এলাকার বাসিন্দা।

মামলার বিবরণে জানা গেছে, আসামি শরীফ মো. হেমায়েত উদ্দিন অগ্রণী ব্যাংকের নলছিটি শাখায় কর্মরত থাকাকালীন ২০১৫ সালের ২৮ অক্টোবর অসৎ উদ্দেশ্যে জাল-জালিয়াতির মাধ্যমে বাদীর স্বাক্ষর জাল করে সৃজিত কাগজপত্রের মাধ্যমে বাদীর নামে ৩০ হাজার টাকা কৃষি ঋণ মঞ্জুর করে সম্পূর্ণ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। ২০২৩ সালের ১৫ অক্টোবর ঋণ খেলাপী হিসেবে বাদীকে ব্যাংক থেকে ঋণ আদায়ের তাগাদাপত্র দেওয়া হয়।

চলতি বছরের ১২ জানুয়ারি অগ্রণী ব্যাংকের নলছিটি শাখা কার্যালয়ে শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে ঋণ হিসাব নম্বর ০২০০০১১১৩৬৮৬৩-এর সম্পূর্ণ ঋণ গত ১২ ফেব্রুয়ারির মধ্যে আসামি পরিশোধের অঙ্গীকার করেন। ওই সময়ের মধ্যে আসামি ঋণের টাকা পরিশোধ না করায় বাদী আদালতে মামলা করেন।

ঢাকা/অলোক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়