ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভোটের দিন যত এগিয়ে আসবে, উৎকণ্ঠা ততই কমে যাবে: সিইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ২২ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৪:৪৮, ২২ ডিসেম্বর ২০২৫
ভোটের দিন যত এগিয়ে আসবে, উৎকণ্ঠা ততই কমে যাবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন ঘিরে সার্বিক পরিবেশ নিয়ে নির্বাচন কমিশন পুরোপুরি আশাবাদী। সাম্প্রতিক সময়ে হাদি ইস্যু নিয়ে জনমনে কিছুটা উদ্বেগ তৈরি হলেও ভোটের দিন যত এগিয়ে আসবে, মানুষের ভয় ও উৎকণ্ঠা ততই কমে যাবে।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ডাক বিভাগের মেইল সেন্টার পরিদর্শন শেষে এসব কথা বলেন সিইসি।

আরো পড়ুন:

তিনি বলেন, প্রধান উপদেষ্টার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নির্বাচন কমিশন দৃঢ়ভাবে কাজ করছে। আসন্ন নির্বাচন কমিশনের ওপর জনগণের যে আস্থার ঘাটতি তৈরি হয়েছিল, এবারের নির্বাচনের মধ্য দিয়ে তা পুনরুদ্ধার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দেশে প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ব্যালট ব্যবস্থাকে একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে উল্লেখ করে সিইসি বলেন, এই হাইব্রিড ভোটিং পদ্ধতি ভবিষ্যতে আন্তর্জাতিক পরিসরেও একটি রোল মডেল হতে পারে। কমিশন এই ব্যবস্থার কার্যকারিতা নিয়ে সন্তুষ্ট এবং আগামী কয়েক দিনের মধ্যে নিবন্ধনের হার আরো বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

তিনি জানান, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধনের সময় আর মাত্র তিন দিন বাকি। দেশের ভেতরে যারা এই ব্যবস্থায় ভোট দিতে চান, তাদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নিবন্ধনের হার বাড়াতে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন সিইসি।

পোস্টাল ব্যালট বাস্তবায়নের ক্ষেত্রে নানা বৈশ্বিক ও কারিগরি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে জানিয়ে নাসির উদ্দিন বলেন, কানাডায় ডাক ধর্মঘটের কারণে সাময়িক প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল। পাশাপাশি মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিবন্ধন সংক্রান্ত জটিলতাও ছিল। এসব চ্যালেঞ্জ সফলভাবে অতিক্রম করা সম্ভব হয়েছে। এছাড়া একাধিক সাইবার হামলার চেষ্টা প্রতিহত করে ভোটিং সিস্টেমকে নিরাপদ রাখা হয়েছে বলেও জানান তিনি।

ঢাকা/এএএম/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়