ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে গুলি করে হত্যার অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৬, ১৫ মার্চ ২০২৫   আপডেট: ০৯:১৩, ১৫ মার্চ ২০২৫
জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে গুলি করে হত্যার অভিযোগ

ফাইল ফটো

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হাবিবুল হুদা চৌধুরী (৬০) নামের এক বৃদ্ধকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৪ মার্চ) রাতে নিজ বাড়িতে হামলার শিকার হন তিনি। নিহতের স্বজনেরা অভিযোগ করেছেন, উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের লোকজন এই হামলা চালিয়েছে।

নিহতের ছেলে আবিদুল হুদা বলেন, ‘‘ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গতকাল দুপুরে কয়েক দফা সংঘর্ষ হয়। রাতে ২০-২৫ জনের একটি সশস্ত্র মুখোশধারী দল বাড়িতে হামলা চালায়। এ সময় বাবাকে গুলি করা হয়। দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মছিউর রহমান বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের লোকজনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

ঢাকা/তারেকুর/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়