ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কারখানা অনির্দিষ্টকাল বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৬, ২২ মার্চ ২০২৫   আপডেট: ১০:২৯, ২২ মার্চ ২০২৫
কারখানা অনির্দিষ্টকাল বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ 

শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন জায়ান্ট নীট ফ্যাশন লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। ফলে ওই মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। এতে দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 

শনিবার (২২ মার্চ) সকাল ৭টার দিকে জায়ান্ট নীট ফ্যাশন লিমিটেড কারখানা কর্তৃপক্ষ সার্বিক নিরাপত্তা, কারখানার সম্পত্তি এবং জানমালের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ১৩(১)ধারা মোতাবেক ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

পুলিশ ও শ্রমিকরা জানান, কারখানা বন্ধ ঘোষণার খবর শুনে সকাল ৮টার দিকে ওই কারখানার শ্রমিকরা প্রথমে চৌরাস্তা-জয়দেবপুর রোড অবরোধ। পরে তারা মিছিল নিয়ে ভোগড়া বাইপাসের দিকে অগ্রসর হলে চৌরাস্তা ও চৌধুরী বাড়ি এলাকার বেশ কিছু ফ্যাক্টরি ছুটি দিয়ে দেয়। বর্তমানে জায়ান্ট ফ্যাক্টরির শ্রমিকরা চান্দনা চৌরাস্তাস্থ বর্ষা সিনেমা হলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে রেখেছে। 

জানা যায়, এরআগে গত ২০ মার্চ ওই কারখানার শ্রমিকরা ঈদ বোনাস না দেওয়ায় এবং ১০ দিনের ছুটির দাবিতে কর্মবিরতি পালন করে। এছাড়া, শ্রমিকরা উত্তেজিত হয়ে ম্যানেজমেন্টের ৪ জন কর্মকর্তাকে মারধর করে। এ ঘটনায় যৌথবাহিনি ৪ জন শ্রমিককে আটক করে পরবর্তীতে ছেড়ে দিয়েছে।  

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, “একটি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে। এঘটনায় আশপাশের ৮-১০ টি কারখানায় ছুটি (আজকের জন্য) ঘোষণা করেছে।”

ঢাকা/রেজাউল/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়