ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রেলসেতুর নিচে অজ্ঞাত যুবকের মরদেহ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৮, ৫ এপ্রিল ২০২৫  
রেলসেতুর নিচে অজ্ঞাত যুবকের মরদেহ

গাজীপুরের কালীগঞ্জে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা-টঙ্গী-ভৈরব রেল রুটের দেওপাড়া এলাকার (ফেরিঘাট) ঘোড়াশাল রেলসেতুর নিচে বালুর ওপর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানা পুলিশের ধারণা, রাতে ট্রেনের ধাক্কা লেগে সেতু থেকে নিচে পড়ে মারা যান ওই যুবক। 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেছেন, মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।

ওই যুবকের বয়স ৩০ থেকে ৩২ বছর। তার পরনে পেস্ট কালারের ফুল হাতা জার্সি ও নিল কালারের ট্রাউজার ছিল।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম বলেছেন, অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করছি। পরিচয় পেলে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। পরিচয় না পেলে ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে মরদেহ দাফন করা হবে।

ঢাকা/রফিক সরকার/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়