ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতের মদদেই হাসিনা স্বৈরাচার হয়েছেন: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৭, ৫ এপ্রিল ২০২৫   আপডেট: ১৮:২৬, ৫ এপ্রিল ২০২৫
ভারতের মদদেই হাসিনা স্বৈরাচার হয়েছেন: এ্যানি

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‍“হাসিনা একদিনে স্বৈরাচার হননি। ভারতের মদদেই হাসিনা দিনে দিনে স্বৈরাচার হয়ে উঠেছিলেন। হাসিনার গুম, খুনের পেছনেও ভারতের মদদ ছিল।” 

তিনি বলেন, “গত ১৫-১৬ বছর এদেশে গুম, খুন হয়েছে। সর্বশেষ জুলাই আন্দোলনেও শত-শত মানুষকে হত্যা করা হয়েছে। হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। সবই ভারতের মদদেই হয়েছে। ভারত নিজেদের স্বার্থেই বারবার নৌকাকে ক্ষমতায় রেখে ছিল। নির্বাচনে আগে তাদের সচিব-কর্মকর্তারা এসে হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য সব কলাকৌশল করে যেতেন।” 

আরো পড়ুন:

শনিবার (৫ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুরের উত্তর মজুপুর সনাতনী দেবালয়ের আয়োজনে মাদাম স্নানঘাটে অষ্টমী স্নান ও হরিনাম যজ্ঞ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। 

এ্যানি বলেন, “ভারতের পার্লামেন্টে বাংলাদেশের হিন্দুদের নিয়ে সেসব কথা বলা হচ্ছে, তা মিথ্যা। বাংলাদেশের হিন্দুরা ৫ আগস্টের পরে আগের চেয়ে বহুগুণে ভালো আছেন। আসলে ভারত নিজেদের স্বার্থে বাংলাদেশের হিন্দুদের ব্যবহার করতে চাচ্ছে। যা বাংলাদেশের হিন্দুরা কখনো কামনা করে না।”

তিনি আরো বলেন, “আওয়ামী লীগ হিন্দুদের নিজেদের সম্পত্তি মনে করতো। হিন্দুরা আওয়ামী লীগের সময়ই বেশি নির্যাতনের শিকার হয়েছে। তাদের বাড়ি, দোকানপাট আওয়ামী লীগের নেতাকর্মীরাই দখল করেছে। তারেক রহমান ৩১ দফা কর্মসূচি দিয়েছেন, সেখানে সব ধর্মের কথা বলা আছে। বাংলাদেশের হিন্দু-খ্রিস্টান ও মুসলমানসহ সবাই মিলে মিশে থাকবেন, কোনো ভেদাভেদ থাকবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশে বহু দলীয় গণতন্ত্র সৃষ্টি করেছেন। সব ধর্মের মানুষকে নিয়েই তিনি রাজনীতি করেছেন।”

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের লক্ষ্মীপুর শাখার সভাপতি শংকর মজুমদা, ডা. রতনদ্বীপাল ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল শাহ।

ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়