ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অনিয়ম ও ঘুষের অভিযোগে কাশিয়ানী থানার ওসি ক্লোজড

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১১, ৬ এপ্রিল ২০২৫   আপডেট: ১৮:৪১, ৬ এপ্রিল ২০২৫
অনিয়ম ও ঘুষের অভিযোগে কাশিয়ানী থানার ওসি ক্লোজড

পুলিশ পরিদর্শক শফিউদ্দিন খান

অনিয়ম ও ঘুষের অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খানকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) দুপুরে তাকে ক্লোজড করা হয়। গোপালগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নিরীহ মানুষকে মামলার আসামি করার ভয় দেখিয়ে ঘুষ নেয়ার অভিযোগ ওঠে শফিউদ্দিন খানের বিরুদ্ধে। এমনকি, এক ইউপি সদস্যের কাছ থেকে ঘুষ নেয়ার বিষয়ে একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ প্রশাসন নড়েচড়ে বসে।

আরো পড়ুন:

তার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি গঠন করে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন পুলিশ সুপার। তবে এর ৪৮ ঘণ্টা পার না হতে তদন্তের স্বার্থে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। 

এ ব্যাপারে পুলিশ পরিদর্শক শফিউদ্দিন খান তার বিরুদ্ধে আনিত অনিময় ও ঘুষের অভিযোগ অস্বীকার করেন।

পুলিশ সুপার মিজানুর রহমান জানান, শফিউদ্দিন খানের বিরুদ্ধে অভিযোগ উঠায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তের স্বার্থে তাকে থানা থেকে ক্লোজড করা হয়েছে। 
 

ঢাকা/বাদল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়