ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁদপুরে সংঘর্ষে কৃষক খুন

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৮, ৯ এপ্রিল ২০২৫  
চাঁদপুরে সংঘর্ষে কৃষক খুন

চাঁদপুরের মতলবে সরকারি খালে মাছ ধরাকে কেন্দ্র করে এবং খালপাড় দখল নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে বশির প্রধানীয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

বুধবার দুপুরে উপজেলার বহরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বশির প্রধানীয়া বহরী গ্রামের মৃত বাদশা প্রধানীয়ার ছেলে।

পরিবার ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বহরী গ্রামের কৃষক বশির প্রধানীয়া ও রমিজ উদ্দিন বয়াতীর মধ্যে সরকারি খালপাড়ের দখল ও খালের মাছ ধরা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে ওই দুই পক্ষের মধ্যে একাধিকবার মারামারির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার বিকেলে এ নিয়ে পুনরায় দুই পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরদিন বুধবার দুপুরে খালে মাছ ধরতে যান বশির প্রধানীয়া ও তার দুই ছেলে। এ সময় রমিজ উদ্দিন দলবল নিয়ে তাদের বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে বশির প্রধানীয়া আহত হন। চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বশির প্রধানীয়ার মেয়ে তাহমিনা আক্তার অভিযোগ করে বলেন, ‘‘খালপাড় দখল ও সেখানে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে তার বাবা ও ভাইদের বেধড়ক পিটিয়েছেন রমিজ উদ্দিন। তার লাঠির আঘাতেই বাবা মারা গেছেন। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।’’

অভিযোগের বিষয়ে রমিজ উদ্দিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। তবে স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালেহ আহাম্মেদ বলেন, ‘‘সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।’’

অমরেশ//

সর্বশেষ

পাঠকপ্রিয়