ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিল তিন বন্ধু, হারিয়ে গেল একজন 

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৬, ২৬ এপ্রিল ২০২৫   আপডেট: ০৯:২৩, ২৬ এপ্রিল ২০২৫
মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিল তিন বন্ধু, হারিয়ে গেল একজন 

নিহত মো. মিরাজ (ফাইল ফটো)

মুন্সীগঞ্জের আলীপুর এলাকা থেকে একটি মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিল তিন বন্ধু। গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া মানাবে পার্কের সামনে দুর্ঘটনায় মো. মিরাজ (১৬) নামে এক বন্ধু প্রাণ হারিয়েছে। আহত হয়েছে বাকি দুই বন্ধু। 

মিরাজ উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে। সে গজারিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। আহত দুজন হলো তার বন্ধু সাকিব (১৫) ও রাকিব (১৬)।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে বাউশিয়া মানাবে পার্কের সামনে সড়কের ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকালের দিকে আলীপুর এলাকা থেকে তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বের হন। এসময় বাউশিয়া মানাবে পার্কের সামনে ইউটার্ন করার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় তিন বন্ধু। আশেপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আহতদের মধ্যে মিরাজের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢামেক হাসপাতালে প্রেরণ করেন। স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে সেখানেই মারা যায় মিরাজ।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে। ঘাতক গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/রতন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়