ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরায় জেলি পুশ করা ৩০০ কেজি চিংড়ি জব্দ, জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ২ মে ২০২৫  
সাতক্ষীরায় জেলি পুশ করা ৩০০ কেজি চিংড়ি জব্দ, জরিমানা

সাতক্ষীরায় ক্ষতিকর জেলি বা অপদ্রব্য পুশ করা ৩০০ কেজি বাগদা ও গলদা চিংড়ি জব্দ করেছে বিজিবি। এসময় জেলি পুশের অপরাধে চার ব্যবসায়ীকে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২ মে) সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার রাতে শহরের আলিয়া মাদ্রাসার মোড়ে অভিযান চালিয়ে জেলি পুশ করা চিংড়ি জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচটি পিকআপ থেকে ৯০০ কেজি বাগদা ও গলদা চিংড়ি জব্দ করা হয়। পরে জব্দ করা চিংড়ি সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম এবং বিজিবির সমন্বয়ে গঠিত পর্ষদ সরেজমিনে পরীক্ষা করেন। এসময় ৩০০ কেজি চিংড়িতে ক্ষতিকর জেলি বা অপদ্রব্য পাওয়া যায়।

চিংড়িতে ক্ষতিকর দ্রব্য পুশ করার অপরাধে মৎস্য ব্যবসায়ী জয়দেব মন্ডলকে ২৪ হাজার টাকা, আনন্দ মিস্ত্রিকে ১০ হাজার টাকা, রবিন সর্দারকে ১০ হাজার টাকা এবং আনিসুর রহমানকে ৫ হাজার টাকাসহ মোট ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, জেলি পুশ করা চিংড়ি পুড়িয়ে ধ্বংস ও বাকি ৬০০ কেজি চিংড়ি ব্যবসায়ীদের ফেরত দেওয়া হয়েছে।

ঢাকা/শাহীন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়