মহেশখালীতে যুবককে গুলি করে হত্যা
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মামুন শরীফ
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মারাক্কাঘোনা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে মামুন শরীফ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ মে) ভোরে ঘটনাটি ঘটে বলে জানান মহেশখালী থানার ওসি কায়সার হামিদ।
নিহত মামুন একই ইউনিয়নের ছামিরাঘোনা এলাকার মৃত মনছুর আলম ওরফে রসুর ছেলে।
স্থানীয় অটোরিকশাচালক নাজেম উদ্দিন জানান, ঝাপুয়া স্টেশন হয়ে বাড়ি ফেরার পথে একটি ফার্মেসির সামনের রাস্তায় মামুনকে পড়ে থাকতে দেখেন তিনি। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি পুলিশকে জানান।
ওসি কায়সার হামিদ বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে। গুরুতর অবস্থায় প্রথমে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।”
পুলিশ জানায়, কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা/তারেকুর/মাসুদ