ঢাকা     শুক্রবার   ১৩ জুন ২০২৫ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪৩২

চৌগাছায় আসামি ধরতে গিয়ে হামলায় আহত ওসিসহ ৭ পুলিশ

যশোর (অভয়নগর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৪, ৬ মে ২০২৫  
চৌগাছায় আসামি ধরতে গিয়ে হামলায় আহত ওসিসহ ৭ পুলিশ

ফাইল ফটো

যশোরের চৌগাছা উপজেলায় আসামি গ্রেপ্তারে গিয়ে হামলার শিকার হয়েছেন ওসিসহ সাত পুলিশ সদস্য। তাদের মধ্যে গুরুতর আহত এএসআই লাবলুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মঙ্গলবার (৬ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাকাপুর গ্রামে ঘটনাটি ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন, এএসআই মিরাজুল ইসলাম, এএসআই লাবলুর রহমান, কনস্টেবল ভিক্টর ঘোষ, রবিউল ইসলাম, সুলতান আহমেদ ও মেহেদী হাসান।

আরো পড়ুন:

পুলিশ জানায়, নিয়মিত মামলার আসামি মাকাপুর গ্রামের সাজেদুর রহমানের ছেলে সিয়ামকে (২৩) গ্রেপ্তারে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান এসআই মারুফ ও এসআই উত্তম। সিয়ামকে আটক করা হলে তার সহযোগীরা পুলিশের ওপর চড়াও হয়। খবর পেয়ে ওসি আনোয়ার হোসেন ঘটনাস্থলে যান। এসময় ওসিসহ অন্য পুলিশ সদস্যদের ওপর হামলা হয়। এ ঘটনায় সাত পুলিশ সদস্য আহত হন।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনোয়ারুল আবেদীন বলেন, “ওসির চোখের কোণে এবং এক পুলিশ সদস্যের মাথায় আঘাত রয়েছে। আহত ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত এএসআই লাবলুর রহমান হাসপাতালে ভর্তি আছেন।” 

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, “আসামি সিয়ামকে আটক করা হয়েছে। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

ঢাকা/প্রিয়ব্রত/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়