ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেবীগঞ্জে ট্রাকচাপায় সাইকেল আরোহী দুই কিশোরের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ৯ মে ২০২৫  
দেবীগঞ্জে ট্রাকচাপায় সাইকেল আরোহী দুই কিশোরের মৃত্যু

দেবীগঞ্জ থানা (ফাইল ফটো)

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাজার থেকে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে পাথর বোঝাই ট্রাকের চাপায় সঞ্জয় চন্দ্র রায় (১৪) ও অনিক চন্দ্র রায় (১৩) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৮ মে) রাতে উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট বাজার সংলগ্ন চার তালার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সঞ্জয় চন্দ্র রায় পামুলী ইউনিয়নের ভুল্লী পাড়া এলাকার রাজকুমারের ছেলে। সে পামূলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। অনিক চন্দ্র রায় একই এলাকার অতুল বর্মনের ছেলে। সে লক্ষীরহাটের একটি ওয়েলডিংয়ের দোকানে কাজ করতো। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সঞ্জয় চন্দ্র রায় বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে লক্ষীরহাটে যায়। সেখান থেকে তার সমবয়সী চাচা অনিক চন্দ্র রায়সহ বাইসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে চার তলার মোড় এলাকায় পঞ্চগড় থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক তাদের পিছন থেকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

এদিকে, স্থানীয়রা ঘাতক ট্রাক, ট্রাকের চালক ও সহকারীকে আটক করে রাখে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাড়ীর চালক মো. আব্দুল হালিম (৬০) এবং সহকারী মো. জাহিদ হাসানকে (২৫) আটক করে থানায় নিয়ে আসে। এসময় পাথর বোঝাই ঘাতক ট্রাকটিও আটক করা হয়।

আটক মো. আব্দুল হালিম ঢাকা আমিন বাজার এলাকার বড়দেশী এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে এবং মো. জাহিদ হাসান রংপুরের মিঠাপুকুর উপজেলার কালীগঞ্জ এলাকার মো. জহুরুল ইসলামের ছেলে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, “ট্রাকচাপায় দুইজন কিশোরের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাক, ট্রাকের চালক এবং সহকারীকে আটক করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

ঢাকা/নাঈম/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়