গাজীপুরে বজ্রপাতে তুলার গোডাউনে আগুন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

বুধবার দুপুরে বজ্রপাত থেকে লাগা তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা
গাজীপুরের শ্রীপুরে বজ্রপাতে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনটিতে থাকা সব তুলা পুড়ে গেছে।
বুধবার (১৪ মে) দুপুর পৌনে ১টার দিকে শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেড়াইদের চালা এলাকায় ঘটনাটি ঘটে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান বলেন, “বজ্রপাত থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার দুপুরে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বজ্রপাত হলে স্থানীয় ব্যবসায়ী সবুজ ভূঁইয়ার মালিকানাধীন একটি তুলার গোডাউনে আগুন ধরে যায়। স্থানীয় বাসিন্দারা বৃষ্টির মধ্যেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গোডাউনের মালিক সবুজ ভূঁইয়া বলেন, “দুপুরে বৃষ্টি হচ্ছিল। বজ্রপাত হলে গোডাউনে আগুন ধরে যায়। আগুনে প্রায় ১০ লাখ টাকার তুলা পুড়ে গেছে।”
ঢাকা/রফিক/মাসুদ