দেড় যুগ পর নিজ গ্রামে প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

দেড় যুগেরও বেশি সময় পর নিজ গ্রামে এসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (১৪ মে) বিকেলে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে আসেন তিনি।
এ সময় শত শত গ্রামবাসী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান। গ্রামে পৌঁছে প্রধান উপদেষ্টা পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবর জিয়ারত করেন। পরে তিনি গ্রামবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
এর আগে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সমাবর্তন অনুষ্ঠানে তাকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি দেওয়া হয়। প্রধান উপদেষ্টার হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতার।
উল্লেখ্য, প্রায় ৯ বছর পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে ২২ হাজার ৫৬০ জন গ্র্যাজুয়েটকে আনুষ্ঠানিক সনদ, ২২ জন গবেষককে পিএইচডি ও ১৭ জনকে এমফিল ডিগ্রি দেওয়া হয়। এছাড়া, স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা উপাচার্যের সই করা সনদ পান।
ঢাকা/রেজাউল/রাজীব