ঢাকা     মঙ্গলবার   ২৪ জুন ২০২৫ ||  আষাঢ় ১০ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ১, অগ্নিসংযোগ

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৭, ১৪ মে ২০২৫  
ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ১, অগ্নিসংযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে নিয়াজুল মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন  অন্তত ১৬ জন।

বুধবার (১৪ মে) বিকেলে সদর উপজেলার নাটাই গ্রামে ঘটনাটি ঘটে। ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ওসি মোহাম্মদ মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নিয়াজুল মিয়া একই গ্রামের তোতা মিয়ার ছেলে।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, নাটাই ইউনিয়নের চান্দের গোষ্ঠীর সঙ্গে সলিমের গোষ্ঠীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত সোমবার সলিম গোষ্ঠীর একজন যুবক চান্দের গোষ্ঠীর এক বাড়িতে মাদক সেবন করতে যান। এ সময় চান্দের গোষ্ঠীর লোকজন বাধা দিলে তাদের সঙ্গে ওই যুবকের বাকবিতণ্ডা হয়। এ নিয়ে একাধিকবার দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।

আজ বুধবার বিকেলে উভয় পক্ষ আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় টেঁটার আঘাতে চান্দের গোষ্ঠীর নিয়াজুল মিয়াসহ অন্তত ১৬ জন আহত হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রাত ৮টার দিকে নিয়াজুল মিয়া মারা যান। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের প্রায় ১০টি ঘর লুটপাট ও ভাঙচুরের পর অগ্নিসংযোগ করে চান্দের গোষ্ঠীর লোকজন। 

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ওসি মোহাম্মদ মোজাফ্ফর হোসেন বলেন, ‍“সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”

তিনি বলেন, “অন্তত ১০টি ঘরে নিহতের পক্ষের লোকজন আগুন দিয়েছেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।” 

ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়