ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ১৫ মে ২০২৫  
হবিগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

প্রতীকী চিত্র

হবিগঞ্জ পৌরসভার উমেদনগর বান্দেরবাড়ি এলাকায় সাপের কামড়ে তাসমিন আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (১৪ মে) সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

শিশু তাসমিন আক্তার ওই এলাকার ফজল শাহের মেয়ে। সে উমেদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় নিজবাড়িতে মোবাইল ফোনে খেলছিল তাসনিম। এ সময় একটি বিষাক্ত সাপ তার পায়ে কামড় দিলে পরিবারের লোকজন আক্রান্ত স্থান কাঁপড় দিয়ে বেঁধে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেয়েটি মারা যায়। 

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সাহাবউদ্দিন শাহিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা/মামুন/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়