পাবনায় গাছ থেকে পড়ে প্রাণ গেল দিনমজুরের
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
পাবনার চাটমোহরে গাছ থেকে পড়ে ফজলুল হক (৫২) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লাউতিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজলুল একই উপজেলার হরিপুর ইউনিয়নের পাঁচশোয়াইল গ্রামের মৃত আবু বক্করের ছেলে। চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, লাউতিয়া গ্রামের অতুল নামের এক ব্যক্তির কাছ থেকে দুটি গাছ কেনেন এক ব্যাপারী। শুক্রবার ফজলুল হকসহ আরো কয়েকজন সেই গাছ কাটতে যান। এসময় গাছে উঠতে গিয়ে মাটিতে পড়ে যান ফজলুল। এতে তার মাথায় আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ‘‘খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’
ঢাকা/শাহীন/রাজীব