ঢাকা     মঙ্গলবার   ২৪ জুন ২০২৫ ||  আষাঢ় ১০ ১৪৩২

কিশোরগঞ্জে নদীর পাড় থেকে ধান আনতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৪, ১৭ মে ২০২৫   আপডেট: ০৯:৫৬, ১৭ মে ২০২৫
কিশোরগঞ্জে নদীর পাড় থেকে ধান আনতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

নিহত কৃষক মো. মতিউর রহমান (ফাইল ফটো)

কিশোরগঞ্জের করিমগঞ্জে নদীর পাড় থেকে ধান আনতে গিয়ে বজ্রপাতে মো. মতিউর রহমান (৩০) নামে এক কৃষক নিহত হয়েছেন। 

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় তিনি বাড়ির পাশেই এ বজ্রপাতের শিকার হন।

নিহত কৃষক মো. মতিউর রহমান উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের আব্দুল আশিদের ছেলে।

করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তহমিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, শুক্রবার (১৬ মে) সন্ধ্যার আগে বাড়ির পাশে নদীর পাড় থেকে ট্রাকে বোঝাই করে ধান আনতে গিয়েছিলেন মতিউর রহমান। এসময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ঢাকা/রুমন/টিপু 


সর্বশেষ

পাঠকপ্রিয়