‘শেখ হাসিনা ক্ষমতায় থাকতে আরো ১০ হাজার মানুষ হত্যায় প্রস্তুত ছিলেন’
নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

শেখ হাসিনা। ফাইল ফটো
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “শেখ হাসিনা একজন রাক্ষসী। তার নির্দেশেই ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলি চালিয়ে বহু নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে।’’
রিজভী বলেন, ‘‘তিনি চেয়েছিলেন, প্রয়োজনে আরো ১০ হাজার মানুষ মারা যাক—তবুও তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে থাকতে চান।”
শনিবার (১৭ মে) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া স্কুল মাঠে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, “তথাকথিত সংস্কারের নামে সরকার নির্বাচন পিছিয়ে দিচ্ছে। দেশের মানুষ একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। কিন্তু, সরকার জনগণের সেই আকাঙ্ক্ষাকে উপেক্ষা করছে।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী প্রমুখ।
ঢাকা/হৃদয়/রাজীব