ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝড়ে উপড়ে গেছে শতাধিক গাছ, বজ্রপাতে কৃষকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৩, ১৭ মে ২০২৫  
ঝড়ে উপড়ে গেছে শতাধিক গাছ, বজ্রপাতে কৃষকের মৃত্যু

ফাইল ফটো

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে ঝড়ে শতাধিক গাছপালা উপড়ে গেছে। এসময় বজ্রপাতে মর্তুজ আলী (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মিরাশী ইউনিয়নের রতনপুর গ্রামের ইব্রাহিম উল্লার ছেলে।

শনিবার (১৭ মে) বেলা ৩টার দিকে উপজেলার ওপর দিয়ে এই ঝড় বয়ে যায়। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, ঝড়ের তাণ্ডবে বিদ্যুতের খুঁটিসহ অসংখ্য গাছপালা উপড়ে গেছে। এছাড়া ভুট্টা, মরিচসহ অন্যান্য সবজি খেতের ব্যাপক ক্ষতি হয়েছে।

ইউএনও রবিন মিয়া বলেন, ‘‘ঝড়ে গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষেতের ক্ষতি হয়েছে। এছাড়া, বজ্রপাতের ঘটনায় এক কৃষকের মৃত্যু হয়েছে। তাকে সরকারিভাবে সহযোগিতা করা হবে।’’

ঢাকা/মামুন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়