ঢাকা     বৃহস্পতিবার   ১৯ জুন ২০২৫ ||  আষাঢ় ৫ ১৪৩২

চাঁদপুরের মেঘনায় ভেসে উঠছে মরা মাছ

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩২, ১৭ মে ২০২৫   আপডেট: ২১:৪৪, ১৭ মে ২০২৫
চাঁদপুরের মেঘনায় ভেসে উঠছে মরা মাছ

চাঁদপুরের মেঘনায় দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ মরে ভেসে উঠছে। শনিবার (১৭ মে) ভোরে ষাটনল থেকে দশানি পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে মরা মাছ ভাসতে দেখা গেছে।

স্থানীয় জেলেরা জানান, প্রতিদিনের মতো আজ ভোরে নদীতে মাছ ধরতে গেলে ঝাঁকে ঝাঁকে মরা মাছ ভাসতে দেখা যায়। বিশেষ করে জাটকা, চেউয়া, বাইলা, টেংরা, পুঁটি, চাপিলাসহ অসংখ্য ছোট-বড় দেশীয় প্রজাতির মরা মাছ ভাসছে।

ষাটনল এলাকার জেলে পলাশ বর্মণ বলেন, ‘‘নদীতে বিষাক্ত বর্জ্য ও কেমিক্যালযুক্ত পানির কারণে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। গত কয়েক বছর ধরেই এমন হচ্ছে। কিন্তু, কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এভাবে চলতে থাকলে নদী মাছ শূন্য হয়ে যাবে।’’

স্থানীয় ইউপি সদস্য মো. শামসুদ্দিন বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছিলাম। নদীর পানি দূষিত হয়ে গেছে। যে কারণে মাছ মারা যাচ্ছে। এ বিষয়ে বারবার অভিযোগ দেওয়ার পরেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি আবারো উপজেলা পরিষদে তোলা হবে।’’

মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, ‘‘এটি নিছক মাছ মরার ঘটনা নয়, এটি একটি জলজ পরিবেশগত দুর্যোগ। শীতলক্ষ্যা থেকে আসা দূষিত পানির প্রবাহের কারণে একাধিকবার এই এলাকায় বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। তবে, এবার মরা মাছের পরিমাণ বেশি মনে হচ্ছে।’’

ঢাকা/অমরেশ/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়