ঢাকা     সোমবার   ১৬ জুন ২০২৫ ||  আষাঢ় ২ ১৪৩২

কুমিল্লায় বিএনপি অফিসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৬, ১৭ মে ২০২৫  
কুমিল্লায় বিএনপি অফিসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ

কুমিল্লায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মহানগর এবং দক্ষিণ জেলা ছাত্রদলের ‘পদবঞ্চিত’ নেতাকর্মীরা কার্যালয়টিতে আগুন দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১৭ মে) রাত ৮টার দিকে নগরীর কান্দিরপাড়ে মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ মে) রাতে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে পদ না পাওয়ায় নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। শনিবার সন্ধ্যায় ‘পকেট কমিটি’ বাতিলের দাবিতে পদবঞ্চিতরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষুব্ধরা বিএনপি কার্যালয়ের আসবাবপত্রে আগুন ধরিয়ে দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান।

আরো পড়ুন:

সদ্য বিদায়ী মহানগর ছাত্রদল সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, “কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিতদের প্রতিবাদ চলছিল। তবে কারা আগুন দিয়েছে, তা আমার জানা নেই।”

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, “বিএনপি অফিসে আগুন দেওয়া ফ্যাসিবাদের অংশ হতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তদন্তের অনুরোধ করেছি।”

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, “বিষয়টি তাদের অভ্যন্তরীণ কোন্দল হলেও আমরা তদন্ত করছি। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

ঢাকা/রুবেল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়