ঢাকা     বৃহস্পতিবার   ১৯ জুন ২০২৫ ||  আষাঢ় ৫ ১৪৩২

দিনাজপুরে আমের বাম্পার ফলন স্বপ্ন দেখাচ্ছে

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৩, ১৮ মে ২০২৫   আপডেট: ১১:১৮, ১৮ মে ২০২৫
দিনাজপুরে আমের বাম্পার ফলন স্বপ্ন দেখাচ্ছে

দিনাজপুর জেলাকে বলা হয় খাদ্য ভাণ্ডার। অনেকে ছড়া কেটে বলেন, ‘আম-লিচুতে ভরপুর, জেলার নাম দিনাজপুর।’ শুধু চাল নয়, আম লিচুর মতো মৌসুমী ফলের জন্যও এই জেলা বিখ্যাত।  চলতি মৌসুমেও প্রতিবারের মতো দিনাজপুরে আমের বাম্পার ফলন হয়েছে। 

এবার জেলায় ৫ হাজার ৬০০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে বলে জানিয়েছেন জেলা কৃষি অধিদপ্তর। এগুলোর মধ্যে ন্যাংড়া ভোগ, আম্রপালি, নাগ ফজলি, হাঁড়িভাঙা, ফজলি উল্লেখযোগ্য। আগামী দুই সপ্তাহের মধ্যে আম বাজারজাত করবেন আমচাষীরা। ফলন ভালো হওয়ায় দাম নাগালের মধ্যে থাকবে বলে তারা আশা করছেন। 

জেলার বিভিন্ন উপজেলার আমবাগান ঘুরে দেখা যায় চলতি মৌসুমে শিলাবৃষ্টি না হওয়ায় আমের ক্ষতি হয়নি। বাগান মালিকরা আম ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করছেন। ঘোড়াঘাট উপজেলার উসমানপুর গ্রামের বাগান মালিক মন্জুরুল ইসলাম বলেন, ‘‘৬ বিঘার উপরে আমার আমবাগান। বাগানে সব জাতের আম গাছ রয়েছে। এবার ফলন ভালো হয়েছে। আম ব্যবসায়ীরা বাগান কিনতে আসছেন। কয়েক দিনের মধ্যে বাগান বিক্রি করে দেব।’’

আরো পড়ুন:

ঘোড়াঘাট উপজেলার কৃষি অফিসার মো. রফিকুজ্জামান বলেন, ‘‘এবার এই উপজেলায় ১৭৯ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এর মধ্যে ২৫৯টি বাগান আছে। আমরা আম চাষীদের গাছের যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছি। আশা করছি ফলনও অনেক ভালো হবে।’’

হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম বলেন, ‘‘হাকিমপুর উপজেলায় ৪৭ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এর মধ্যে বাগান রয়েছে ১৪৮টি। ফলন ভালো হয়েছে।’’

দিনাজপুর জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফজাল হোসেন বলেন, ‘‘চলতি মৌসুমে এবার জেলায় মোট ৫ হাজার ৭০০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে রয়েছে। জেলায় তেমন কোথাও শিলাবৃষ্টি হয়নি। ফলে আমের বাম্পার ফলন হবে।’’

মোসলেম//

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়